বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন ও গণতন্ত্রের জায়গায় সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতার সমালোচনা করে বলেছেন, “সংস্কার কি ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হতে পারে?” তিনি প্রশ্ন তোলেন, যেই ভোটাধিকারের জন্য দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর আন্দোলন হয়েছে, সেটি বাস্তবায়নের পরিবর্তে কেন আজও তা বিলম্বিত হচ্ছে?
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুম হওয়া সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন রিজভী। ‘ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটি’ আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজভী বলেন, “আমরা যখন ভোট, নির্বাচন এবং ভোটাধিকারের কথা বলি, তখন সরকার সেগুলোর পরিবর্তে তৃতীয় পক্ষ দাঁড় করায়। গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো ন্যায়বিচার— তাহলে সেগুলো নিয়ে কেন অনিশ্চয়তা?”
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা প্রায় ৬০ লাখ মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। “আট মাস ধরে ক্ষমতায় থেকেও আদালতের বারান্দা থেকে আমাদের মুক্তি দিতে পারেননি,” বলেন তিনি।
রিজভী সরকারের প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “ডিসেম্বর আর জুনের দোলনায় বাংলাদেশের নির্বাচনী ওয়াদা দুলছে। এটা তো পেন্ডুলামের মতো— সামনে এগোয় না, পেছনে পড়ে থাকে। এর জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।”
তিনি আরও বলেন, “যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হতো, তাহলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপি পরিবারের সদস্যদের ঠাঁই পেত। বরং দেখা যাচ্ছে, এক পরিকল্পিত নকশার মধ্য দিয়ে সবকিছু চলছে।”
বৈষম্যবিরোধী ছাত্রদের প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্রদের আন্দোলন আমরা স্বীকার করি, কিন্তু যদি প্রশাসন তাদের কথায় চলে, তাহলে সেটা নৈরাজ্য ছাড়া আর কিছুই নয়। ডিসি-এসপিরা যদি বলেন, ছাত্ররা নিষেধ করেছে, তাই কাজ করা যাবে না— তাহলে রাষ্ট্রের প্রশাসন কোথায়?”
প্রসঙ্গক্রমে গুম হওয়া নেতাদের বিষয়ে তিনি বলেন, “ইলিয়াস আলী, চৌধুরী আলম কিংবা সুমন— তাঁরা কোথায়? গুম কমিশন কী করছে? আট মাসে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিয়েছে?” তিনি অভিযোগ করেন, “টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কর্মসূচির কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে— যারা তা সহ্য করতে পারেনি, তারাই তাঁকে অদৃশ্য করে ফেলেছে।”
এ সময় দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সরাফত আলী, নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা প্রমুখ।