পর্যটন নগরী সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় ৪ তারকা মানের বহুতল আবাসিক হোটেল নির্মান করতে যাচ্ছে দেশের স্বনামধন্য রিয়েল ষ্টেট গ্রুপ এলায়েন্স বিল্ডার্স। প্রতিষ্ঠান সূত্রে জানা যায় আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকাল ৫.৩০ মি.এ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ভবন নির্মান কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ও সাগর কন্যা রিসোর্টের স্বত্বাধিকারী মনিরুল কুদ্দুস। যৌথ মালিকানায় নির্মিত এ হোটেলে থাকবে ৪ তারকা মানের সুযোগ সুবিধা। এ উপলক্ষে মার্কের্টিং টীম হোটেল জানা”র শেয়ার মালিকদের সাথে নিয়ে একটি দল কুয়াকাটা যাচ্ছে। উল্লেখ্য হোটেল জানা সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করছে। প্রতিটি শেয়ারের মূল্য চার লাখ টাকা করে ।, সাফ কবলা দলিল সহ প্রতিটি শেয়ারের মালিক পাবেন আজীবন মুনাফা সহ প্রতি বছর বিশেষ ডিসকাউন্টে হোটেলে থাকার সুবিধা,। আবাসন প্রতিষ্ঠানটি রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা,বাড্ডা তেজগাাঁও,হাজারিবাগ সহ বিভিন্ন এলাকায় আবাসন প্রকল্প গড়ে তোলে সুনামের সাথে ফ্লাট হস্তান্তর করছে। তাদের অফিস ঠিকানা ৬৪০ পশ্চিম কাজীপাড়া মিরপুর,ঢাকা।hoteljanabd.com