আক্রমণের ঝড় বইয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিল ফ্রান্স। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে গত শুক্রবার রাতে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে গোল করলেন কিলিয়ান এমবাপে, সতীর্থ আদ্রিয়েন রাবিও ও ছয় বছর পর জাতীয় দলে ফেরা ফ্লোরিয়ান থোভাঁ।
প্রথমার্ধে ফ্রান্সের আক্রমণভাগ বারবার আজারবাইজানের জমাট রক্ষণের মুখে আটকে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে অধিনায়ক এমবাপে নিজের নৈপুণ্যে ভাঙলেন সেই দেয়াল। বাঁ দিক থেকে থিও হার্নান্দেজের পাস পেয়ে ড্রিবলিংয়ে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে নিচু শটে বল পাঠান জালে। এই গোলেই এগিয়ে যায় ফ্রান্স।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৫৩-দেশের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর (৫৭) থেকে মাত্র চার গোলে পিছিয়ে তিনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। ৬৯তম মিনিটে বাঁ দিক থেকে এমবাপের নিখুঁত ক্রসে হেডে গোল করেন আদ্রিয়েন রাবিও। এমবাপের পাসেই আসে এই গোল, যা দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়।
৮৩তম মিনিটে গোড়ালিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। তার বদলি হিসেবে নামেন ফ্লোরিয়ান থোভাঁ। আর মাঠে নামার এক মিনিটের মাথায় থিও হার্নান্দেজের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে ফেরাটা স্মরণীয় করে রাখেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০১৯ সালের জুনে।
পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ফ্রান্স। বল দখলে রেখেছে ৭৬ শতাংশ সময়, নিয়েছে ৩৩টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে আজারবাইজান পুরো ম্যাচে নিতে পেরেছে মাত্র একটি শট, সেটিও লক্ষ্যে রাখতে পারেনি।
এই জয়ে ‘ডি’ গ্রুপে তিন ম্যাচে শতভাগ সাফল্য ধরে রাখল ফ্রান্স। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউক্রেন, তিন পয়েন্টে তৃতীয় আইসল্যান্ড এবং এক পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান। গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপে।
ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশম বলেন, “দলের মনোযোগ, গতি ও ধারাবাহিকতাই আমাদের শক্তি। এমবাপে চোট পেতে পারে, তবে আপাতত গুরুতর কিছু নয়।”
এখন ফ্রান্সের সামনে সুযোগ সোমবারের ম্যাচে আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করার।