জানা নিউজ

এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি এমপিও শিক্ষকরা, ঈদ বোনাস দূরের কথা

সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতনসহ ঈদ বোনাস পেলেও শিক্ষকদের সাথে নির্মমতা

দেশের এমপিও ভূক্ত শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। ঈদকে সামনে রেখে সবাই যখন কেনাকাটায় ব্যাস্ত তখন বেসরকারি এমপিওভূক্ত স্কুল কলেজের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতনের পানে চেয়ে আছেন। অনেক শিক্ষক হতাশা নিয়ে বিভিন্ন রকমের ফেসবুক পোষ্ট দিচ্ছেন। সেখানে তারা নানা ধরনের কষ্টের কথা তুলে ধরে সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের খামখেয়ালিপনার কঠোর সমালোচনা করছেন। গত ডিসেম্বর মাস থেকে শিক্ষকদের বেতন দেয়ার প্রকৃয়া ইএফটিতে দেয়া শুরু করে সরকার। শিক্ষকরা মনে করেছিলেন ইএফটি কার্য ক্রম চালু হলে তারা মাসের এক বা দুই তারিখের মধ্যেই বেতন ভাতা পাবেন। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। সর্বশেষ তথ্যে জানা যায় সরকার বেতন ভাতা ছাড়লেও এখনো কোন শিক্ষকের ব্যাংক একাউন্টে টাকা প্রবেশ করেনি। শিক্ষকরা জানান সরকার সবসময় শিক্ষকদের বেতন ভাতা দেয়ার ব্যাপারে উদাসীন । কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর হেয়ালিপনার কারণে শিক্ষকরা সময়মত বেতন পাননা। কিছু কিছু শিক্ষকের বেতন ডিসেম্বর থেকেই বন্ধ আছে। ভুক্তভোগী শিক্ষকরা বলছেন ধাপের নামে আমাদের সাথে চরম আচরন করছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। শীঘ্রই এর প্রতিকার করা না হলে শিক্ষকরা ব্যাপক আন্দোলনের মাধ্যমে শিক্ষাব্যাবস্থা অচল করে দিবেন। আসন্ন এসএসসি ও এইচিএস সি পরীক্ষা বর্জনের মত কর্মসূচি দিবেন। উল্লেখ্য ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টা পরিবর্তন হলেও শিক্ষকদের ঈদ বোনাস সিকিভাগ পার হয়নি। বিদায়ী উপদেষ্টা শিক্ষকদের ভিভিন্ন ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেও তা কর্যকর হয়নি। বর্তমানে শিক্ষকরা ২৫% ও কর্মচারীরা ৫০% ঈদ বোনাস পান।যা চরম বৈষম্যমূলক।