জানা নিউজ

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের পথে আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অগ্রযাত্রা অব্যাহত। ইনজুরির কারণে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা অনুপস্থিত থাকলেও দলে সেই অভাব অনুভূত হয়নি। গতকাল মন্টেভিডিওর সেন্তেনারিও স্টেডিয়ামে আর্জেন্টিনা ১-০ গোলের জয় পায় শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। দলের হয়ে একমাত্র গোলটি করেন থিয়াগো আলমাদা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। বল দখলে রেখে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করলেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আলবিসেলেস্তারা। ১৯তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের দুর্দান্ত শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৩৩তম মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার আরাকায়েস্তের শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বিরতির ঠিক আগে থিয়াগো আলমাদার জোরালো শট রক্ষা করেন উরুগুয়ের গোলরক্ষক রোচেত। ফিরতি বলে ফের আক্রমণ চালালেও গোলবঞ্চিত থাকে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে ফের আলমাদার প্রচেষ্টা ব্যর্থ করেন রোচেত। তবে ম্যাচের ৬৮তম মিনিটে হুলিয়ান আলভারেজের কাটব্যাক থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢ়ুকে জোরালো শটে জাল কাঁপান থিয়াগো আলমাদা।
এই গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোলের মাইলফলক স্পর্শ করে। মজার বিষয় হলো, ১৯০২ সালে আর্জেন্টিনা জাতীয় দলের প্রথম গোলটিও এসেছিল এই সেন্তেনারিও স্টেডিয়ামে, উরুগুয়ের বিপক্ষে।
এই জয়ের ফলে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর, আর ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে। আগামী বুধবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার।
ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি জানান, “আমরা আজ খুব ভালো খেলেছি। চোটের কারণে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকলেও আমাদের দল নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। এখন আমাদের পরবর্তী লক্ষ্য ব্রাজিল ম্যাচ।”
উরুগুয়ের বিপক্ষে পাওয়া এই গুরুত্বপূর্ণ জয় আত্মবিশ্বাসী করে তুলেছে আর্জেন্টিনাকে। ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে আছে আগামী ব্রাজিল ম্যাচের দিকে, যেখানে নিশ্চিত হতে পারে স্কালোনির দলের বিশ্বকাপ খেলা।