জানা নিউজ

ঈদে ওটিটির জমজমাট লড়াইয়ে তিন তারকা

ঈদ মানেই উৎসব, আর বিনোদনপ্রেমীদের জন্য ঈদ মানেই নতুন সিনেমা ও কনটেন্টের ভাণ্ডার। একসময় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাই ছিল প্রধান আকর্ষণ, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলোও হয়ে উঠেছে বিনোদনের বড় মাধ্যম। এবারের ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজ ও ফিল্ম। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছেন তিন জনপ্রিয় অভিনেত্রীÑজয়া আহসান, রাফিয়াথ রশীদ মিথিলা ও তাসনিয়া ফারিণ।
জয়ার নতুন রূপ ‘জিম্মি’-তে
প্রথমবারের মতো ওটিটিতে কেন্দ্রীয় চরিত্রে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘জিম্মি’ নামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। এটি ২৮ মার্চ হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।
গল্পে দেখা যাবে, সরকারি দপ্তরের এক নিম্নপদস্থ কর্মচারী দীর্ঘ ১০ বছরেও কোনো প্রমোশন পান না। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। একদিন হঠাৎ তিনি অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা খুঁজে পান। এ টাকা নিয়ে তৈরি হয় দোদুল্যমান পরিস্থিতি, যেখানে তার নৈতিকতা ও বাস্তবতার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয় ও প্রান্তর দস্তিদার।
‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নিয়ে ফিরছেন মিথিলা
গত ভালোবাসা দিবসে ‘জলে জ্বলে তারা’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর এবার ঈদেও থাকছেন রাফিয়াথ রশীদ মিথিলা। তবে এবার সিনেমা নয়, বরং তার ভক্তরা তাকে দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম সিজন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।