জানা নিউজ

আল-হিলালের বিপক্ষে পয়েন্ট হারালো রিয়াল

মায়ামির ফ্লোরিডায় আল-হিলালের বিপক্ষে ম্যাচে জয় হাতছাড়া করলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষদিকে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফেদেরিকো ভালভের্দে। ফলে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর নৈপুণ্যে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইউরোপের ১৫ বারের চ্যাম্পিয়নদের। এদিন রিয়াল মাদ্রিদ মাঠে নামে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সৌদি ক্লাব আল-হিলাল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন সার্গে মিলিনকোভিচ-সাভিচ, কিন্তু থিবো কোর্তোয়ার অসাধারণ সেভে রক্ষা পায় রিয়াল। প্রথম ১০ মিনিটেই পাঁচটি শট নেয় আল-হিলাল, যেখানে মার্কোস লিওনার্দোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একাধিকবার রিয়ালের রক্ষণভাগ ভেঙে ফেলে তারা, যদিও অফসাইডে রেনান লোডির গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধের ৩৩তম মিনিটে রদ্রিগোর দুর্দান্ত পাস থেকে গন্সালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ৩৬তম মিনিটে রাউল আসেন্সিওর ফাউলে পেনাল্টি পায় আল-হিলাল এবং সেটি থেকে গোল করে সমতা ফেরান রুবেন নেভেস। বিরতির পর রিয়াল বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করলেও বোনোর দক্ষতা ও পোস্টের বাধায় গোল হয়নি। দ্বিতীয়ার্ধে দলটির নিয়ন্ত্রণে থাকলেও গোলের দেখা মেলেনি। ৮৭তম মিনিটে ফ্রান গার্সিয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু মূল খেলোয়াড়দের তুলে নেয়ার পর দায়িত্বে আসা ভালভের্দের শট ঠেকিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা ইয়াসিন বোনো। দুই দলের ডাগআউটে ছিল নতুন কোচের হাতছানি। আল-হিলালের হয়ে প্রথম ম্যাচেই রিয়ালের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন সিমোনে ইনজাগি। অন্যদিকে, জাভি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে জয়বঞ্চিতই থেকে যায় স্প্যানিশ জায়ান্টরা। অভিষেক হয় ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড ও ডিন হাউসেনের, তবে প্রত্যাশিত সূচনা হয়নি তাদের।