সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা) জিতেছেন প্রবাসী বাংলাদেশি আবুল মনসুর আবদুস সবুর। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ‘বিগ টিকিট’ লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ৫০ বছর বয়সী মনসুর আবুধাবিতে ডেলিভারি রাইডার হিসেবে কাজ করতেন। ১৭ বছর ধরে তিনি লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ তিনি ও তার কিছু বন্ধু মিলে পাঁচটি টিকিট কিনেছিলেন, যেগুলোর মধ্যে একটি তাকে এই বিশাল পুরস্কার এনে দেয়।
পুরস্কার জেতার পর মনসুর জানান, এই অর্থ তার পরিবারের উন্নয়নে কাজে লাগবে এবং তিনি নতুন একটি ব্যবসা শুরুর স্বপ্ন বাস্তবায়ন করতে চান। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন বলে তিনি জানান।
বিগ টিকিট লটারি আয়োজন করেছে আরও বেশ কিছু পুরস্কারের, যার মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি এবং সোনার বার।