জানা নিউজ

আপনাকে এবার উটের দুধের চা খাওয়াবেন মিষ্টি জান্নাত

শোবিজে যেমন আলোচনায়, তেমনই ব্যবসায়িক উদ্যোগেও সরব ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক ও উদ্যোক্তা পরিচয়ও তার পরিপূর্ণ। এবার একেবারে ভিন্নধর্মী এক ব্যবসা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রীÑ বাংলাদেশে উটের দুধ সরবরাহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জানান, দুবাই থেকে উটের দুধ আমদানি করে বাংলাদেশের বাজারে নিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “আমি উটের দুধের চা খাই। এই দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকে জিজ্ঞেস করেন এর স্বাদ কেমন। এবার তারা নিজেরাই সেটা চেখে দেখতে পারবেন।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে ২০০ মিলিলিটারের প্যাকেটে দুধ সরবরাহ করা হবে যাতে সবাই সহজে ক্রয় করতে পারেন।
দুবাইয়ে দীর্ঘ সময় অবস্থান করছেন মিষ্টি জান্নাত। অবকাশ যাপনের পাশাপাশি সেখানে চিকিৎসা ও ব্যবসাÑদুই ক্ষেত্রেই কাজ করছেন তিনি। সেখানে একটি দাঁতের চিকিৎসাকেন্দ্র খোলারও উদ্যোগ নিয়েছেন। শুধু দেশে নয়, নিউইয়র্কেও ডেন্টাল ক্লিনিক স্থাপনের স্বপ্ন রয়েছে তার।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করা মিষ্টি জান্নাত ইতোমধ্যে বড় বাজেটের একাধিক সিনেমায় কাজ করেছেন। শিগগিরই তার অভিনীত নতুন দুইটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। এর পাশাপাশি তিনি কাজ করছেন একটি ওয়েব ফিল্মে, যেখানে একজন ‘সাইকো কিলার’-এর চরিত্রে দেখা যাবে তাকে।
অভিনয়ের বাইরে দন্ত চিকিৎসা ও ব্যবসায় মিষ্টি জান্নাতের সফল উপস্থিতি তাকে নিয়ে আসছে নতুন আলোচনায়। আর এবার উটের দুধের মতো ব্যতিক্রমধর্মী পণ্য বাজারে আনতে চাওয়ায়, আগ্রহী ও কৌতূহলী হয়ে উঠেছেন অনেকেই।