বিকেএসপিতে খেলতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হওয়া তামিম ইকবাল এখন ভালো আছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন দেশের এই তারকা ব্যাটার। তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। তবুও উন্নত চিকিৎসা নিতে আজ সোমবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম সিঙ্গাপুরে যাচ্ছেন। পরিবার তাঁকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে চায়। স্বাস্থ্য আরও ভালোভাবে পরীক্ষা করাতেই এবার সিঙ্গাপুরে যাচ্ছেন। এর আগে দেশের চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। তাঁকে থাকতে হবে বিশ্রামে। কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে। গত ২৪ মার্চ সকালে বিকেএসপির মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তাঁর। কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূলে ছিল না। পরে কেপিজে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলে। হার্টে একটি রিংও পরানো হয়। তখন ডাক্তাররা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়। এরপর যান নিজ বাসায়।