জানা নিউজ

আজ অভিনেত্রী অপি করিমের জন্ম দিন

এক সময়ের জনপ্রিয়  অভিনেত্রী অপি করিমের জন্ম দিন আজ। জন্মদিন উপলক্ষে অপি করিমকে শুভেচ্ছা জানিয়েছেন জাহিদ হাসান,বিজরি বরকতুল্লা সহ শো বিজ অঙ্গনের তারকারা। সৈয়দা তুহিন আরা করিম (জন্ম: ১ মে ১৯৭৯) সাধারণত অপি করিম নামে পরিচিত, একজন বাংলাদেশী অভিনেত্রী, মডেল, স্থপতি এবং নৃত্যশিল্পী। তিনি প্রধানত বাংলা টেলিভিশন নাটক ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগের একজন সহকারী অধ্যাপক ছিলেন।