জানা নিউজ

আইএমএফ থেকে সামান্য অর্থ পেলেও চাপ বাড়ছে: সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে অন্যতম দেশের মধ্যে থাকলেও আন্তর্জাতিক সহযোগিতা তহবিল যথাযথভাবে আসছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থায়নের জন্য প্রায় ৩০ বিলিয়ন ডলার দরকার, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক–দেড় বিলিয়ন ডলার আনতেও সরকারের প্রচেষ্টা সীমিত মনে হচ্ছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পিকেএসএফ ভবনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। এক-দেড় বছরে পাঁচ বিলিয়ন ডলারের জন্য নেগোসিয়েশন করতে হয়েছে। আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেও আমাদের জান বের হয়ে যায়।”

ড. সালেহউদ্দিন জানান, বাংলাদেশ জনগণ দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে এগিয়ে থাকে। স্থানীয় মানুষদের প্রচেষ্টা, স্থানীয় সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বিশ্বের মধ্যে প্রথম সারিতে। তিনি সাংবাদিকদেরও আহ্বান জানান, এই তথ্য জনগণের কাছে তুলে ধরতে এবং মানবসৃষ্ট ও প্রাকৃতিক দু’ধরনের দুর্যোগের প্রভাব সাংবাদিকতায় ফুটিয়ে তুলতে।

তিনি বলেন, “দুই ধরনের দুর্যোগের মধ্যে মানবসৃষ্ট দুর্যোগ কম নয়। আমাদের ৫টি পক্ষ একসঙ্গে কাজ না করলে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব হবে না। বিজ্ঞানী, নীতিনির্ধারক, প্রতিষ্ঠান, অর্থসংস্থানকারী ও জনগণ—এই পাঁচ পক্ষ এক হতে হবে।”

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, জলবায়ু তহবিল থেকে অর্থ আনার জন্য ক্ষতির গল্পগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে দেশজুড়ে ডেঙ্গু, সিলেটের পানি বৃদ্ধি, মাতৃমৃত্যু—সব ক্ষেত্রেই প্রভাব রয়েছে, কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলে এগুলো তুলে ধরা যাচ্ছে না, ফলে অর্থের কেস তৈরি হচ্ছে না।”

ড. সালেহউদ্দিন আরও বলেন, বাংলাদেশের জন্য প্রকৃত প্রয়োজন প্রায় ৩০ বিলিয়ন ডলার। আইএমএফ থেকে সামান্য অর্থ পাওয়াই বড় চ্যালেঞ্জ। তিনি সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সঠিকভাবে মোকাবিলা না করলে ভবিষ্যত প্রজন্মের কাছে দায়ভার থাকবে।

তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান সভাপতিত্ব করেন।