জানা নিউজ

অপু বিশ্বাস, নিপুণ, সুবর্ণাসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওনসহ ১৭ জন তারকার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের হয়েছে হত্যাচেষ্টা মামলা। বহুল আলোচিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংস ঘটনায় দায়ের হওয়া মামলাটিতে তাদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

মামলার বাদী এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা এলাকায় তার ওপর গুলি চালানো হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। মামলায় উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের ২৮৩ জন সদস্য এবং আরও ৩-৪ শত অজ্ঞাতনামা ব্যক্তির পাশাপাশি শোবিজ অঙ্গনের ১৭ তারকা এই ঘটনার সঙ্গে জড়িত।

মামলার বিবরণীতে বলা হয়েছে, অভিযুক্ত তারকারা “আন্দোলন দমন করার জন্য অর্থ ও প্রভাব ব্যবহার করেছেন” এবং তাদের ভূমিকা ছিল সরকারপক্ষের সহিংস পদক্ষেপে সহায়ক। বিশেষ করে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামী লীগের পক্ষে অর্থ যোগান দিয়েছেন। এ কারণেই তাকে সরাসরি হত্যাচেষ্টা মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আন্দোলন দমনে সহায়তাকারীদের ছোড়া গুলিতে বাদী এনামুল হক গুলিবিদ্ধ হন এবং অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

ভাটারা থানার ওসি জানিয়েছেন, মামলাটি আদালতে দায়ের হওয়ার পর আদালতের নির্দেশে তা তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। বর্তমানে এটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন থানার তদন্ত কর্মকর্তা।

জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে এমন একটি মামলার খবরে শোবিজ অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। কেউ বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, আবার কারও মতে, তারকাদের সামাজিক-রাজনৈতিক অবস্থান নিয়েও ভাবা উচিত।

আলোচিত এই মামলায় যাঁরা আসামি: অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, সাইমন সাদিক, আজিজুল হাকিম সহ মোট ১৭ জন শিল্পী।