জানা নিউজ

ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হবে, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন নিয়ে সারা দেশ তাকিয়ে আছে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছাড়াও ভলান্টিয়ার শিক্ষকরা সার্বক্ষণিকভাবে দায়িত্বে থাকবেন। ফলে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ডাকসু নির্বাচন তোমরা চেয়েছ, গভীরভাবে প্রত্যাশা করেছ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রাতিষ্ঠানিক ভয়েস গড়ে তোলার জন্য এই নির্বাচন আয়োজন করা হয়েছে। তোমরা নির্ভয়ে ভোট দিতে আসবা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।”

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখেছে। সেই বিশ্বাসের প্রতিদান ভালো নির্বাচনের মাধ্যমে দিতে হবে।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মনে করেন, যদিও ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক, তবু এর রয়েছে জাতীয় গুরুত্ব। গণতন্ত্রের উত্তরণ ও প্রাতিষ্ঠানিকীকরণের পথে এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় গুরুত্বের কারণে নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে হাজার হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।