জানা নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে।

শনিবার ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মো. আসাদুজ্জামান আরও যোগ করে বলেছেন, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারকে তার মেশিনারি ব্যবহার করতে হবে। জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সুশাসন, আইনের শাসন, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যাতে ভোটের অধিকার নিশ্চিত করা যায়।অ্যাটর্নি জেনারেল বলেন, “জুলাই বিপ্লব কোন নাগরিক সমাজের ব্যানারে হয়নি, এটি ছিল নাগরিকদের পক্ষ থেকে। সরকার ও নাগরিক সমাজের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হবে। সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায় এবং নাগরিক সমাজকেও দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। নাগরিকের কথা বলতে হবে, দল বা গোষ্ঠীর কথা নয়। তবেই নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে।” সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই। লেখা যেতেই পারে, তবে এ সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান-উল্লেখ করেন তিনি। ‘মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ আমরা প্রত্যাশা করি না। মব সন্ত্রাস জুলাইয়ের অর্জনকে ম্লান করতে পারে, তাই এটি বন্ধ করতে হবে’-যোগ করেন তিনি।